অ্যাকসেসিবিলিটি লিংক

নাগরিক সেবার ধারণাকে অগ্রাধিকার দিতে হবে: পুলিশের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা


রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে, ৩৮ তম বিসিএস পুলিশ ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ জানুয়ারি, ২০২৩।
রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে, ৩৮ তম বিসিএস পুলিশ ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ জানুয়ারি, ২০২৩।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে ২৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। ২৬টি প্রকল্পের মধ্যে সাতটি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জন্য। এসময়, প্রধানমন্ত্রী আরও ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রবিবার প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের রাজশাহী মহানগর ও জেলা শাখা আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পের মধ্যে আছে; তথ্য কমপ্লেক্স, আঞ্চলিক পিএসসি অফিস ভবন, শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ এএইচএম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয়, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং রাজশাহী ওয়াসা ভবন।

XS
SM
MD
LG