অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানকে মসজিদে বোমা হামলায় দায়ী না করার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে তালিবান


পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণে প্রার্থনা অনুষ্ঠানে নারীরা মোমবাতি জ্বালিয়েছেন।( ১ ফেব্রুয়ারি, ২০২৩)
পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণে প্রার্থনা অনুষ্ঠানে নারীরা মোমবাতি জ্বালিয়েছেন।( ১ ফেব্রুয়ারি, ২০২৩)

আফগানিস্তানের তালিবান শাসকরা বুধবার, পাকিস্তানের মসজিদে বোমা হামলায় তাদের ভূখণ্ড ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা অন্যদের দোষারোপ করার আগে প্রতিবেশী দেশটিকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাজধানী কাবুলে এক সমাবেশে বলেন, পাকিস্তানি কর্মকর্তাদের উচিত তাদের নিরাপত্তা বিষয়ক চ্যালেঞ্জের সমাধান স্থানীয়ভাবে খুঁজে বের করা এবং দুই মুসলিম দেশের মধ্যে “শত্রুতার বীজ বপন” করা থেকে বিরত থাকা।

কোনো গোষ্ঠীই পাকিস্তানের পেশোয়ারে প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের একটি জনাকীর্ণ মসজিদে সোমবারের বোমা হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়, যাদের বেশিরভাগই পুলিশ কর্মী। আরও অনেকে আহত হয় এবং ভবনের উপরের তলাটি ভেঙে পড়ে।

পাকিস্তানি কর্তৃপক্ষ নিষিদ্ধ পাকিস্তানি তালিবানকে আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী করে। এটি তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নামেও এটি পরিচিত। কতৃপক্ষের ধারণামতে সহিংসতার ক্ষেত্র আফগানিস্তান থেকে উদ্ভূত হয়েছে।

মুত্তাকি বুধবার বলেন, “আমরা তাদের পেশোয়ার বোমা হামলার পূর্ণাঙ্গ তদন্ত করার পরামর্শ দিচ্ছি। আমাদের অঞ্চল যুদ্ধ ও বোমা বিস্ফোরণে অভ্যস্ত। কিন্তু গত ২০ বছরে আমরা কোনো একজন আত্মঘাতী বোমা হামলাকারীকে মসজিদের ছাদ উড়িয়ে শত শত মানুষকে হত্যা করতে দেখিনি।“

মুত্তাকি বিস্ফোরণের ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রেক্ষাপটে পাকিস্তানে সমালোচকদের দ্বারা উত্থাপিত সন্দেহ এবং প্রশ্নের উত্তরে এসব বলেন।

পেশোয়ারের মসজিদে বোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে পাকিস্তানি তালিবান।

তবে এই ‍টিটিপিকে যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অভিধায় চিহ্নিত করেছে।

তদন্তকারীরা বুধবার জানিয়েছেন, তারা প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছেন। প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা হামলাকারীর দেহাবশেষ উদ্ধার করেছেন।

XS
SM
MD
LG