সেনাবাহিনীকে অপমান করার অভিযোগে, বুধবার মস্কোর একটি আদালত দেশের বাইরে অবস্থানরত একজন রুশ সাংবাদিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে। ভিন্নমতের বিরুদ্ধে রুশ কর্তৃপক্ষের নিরলস দমন পীড়নের এটি সর্বসাম্প্রতিক পদক্ষেপ।
আলেকজান্ডার নেভজোরভ নামের ওই টেলিভিশন সাংবাদিক এবং সাবেক আইন প্রণেতা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর পরপরই গৃহীত একটি আইনের অধীনে সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হন। ওই আইনে কার্যকরভাবে ইউক্রেনে রাশিয়ার সামরিক পদক্ষেপের সমালোচককে ১০ বছর পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে।
নেভজোরভের বিরুদ্ধে মারিউপোলের আজভ বন্দরের সাগরে একটি প্রসূতি হাসপাতালে রাশিয়ার গোলাগুলির বিষয়ে সামাজিক মাধ্যমে "মিথ্যা তথ্য" পোস্ট করার অভিযোগ আনা হয়েছিল। মস্কো ওই ঘটনায় জড়িত থাকার কথা তীব্রভাবে অস্বীকার করেছে।
ইউক্রেনীয় সংঘাত শুরু হওয়ার পর বিদেশে চলে গিয়েছিলেন নেভজোরভ, রায়ের বিষয়ে তাত্ক্ষণিকভাবে তিনি কোনও মন্তব্য করেননি।
গত ডিসেম্বরে বিশিষ্ট বিরোধী রাজনীতিবিদ ইলিয়া ইয়াশিনকে একই আইনে সাড়ে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, আরেক নেতৃস্থানীয় বিরোধী ব্যক্তিত্ব, ভ্লাদিমির কারা-মুর্জা, একই অভিযোগের মুখোমুখি হয়ে কারা হেফাজতে রয়েছেন।