অ্যাকসেসিবিলিটি লিংক

হামাসের রকেট রোধ করার পর গাজায় ইসরাইলের বিমান হামলা


ইসরাইলি বিমান হামলার পর গাজা শহরে ধোঁয়া উড়ছে। ২ ফেব্রুয়ারি, ২০২৩।
ইসরাইলি বিমান হামলার পর গাজা শহরে ধোঁয়া উড়ছে। ২ ফেব্রুয়ারি, ২০২৩।

বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বিমান বাহিনী গাজা থেকে নিক্ষিপ্ত একটি রকেট রোধ করার কয়েক ঘণ্টা পর গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী হামাসের ব্যবহৃত একটি রকেট তৈরির স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ঐ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবারের রকেট রোধ করার পর, ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এক টুইটে বলেন, তিনি ফিলিস্তিনি বন্দীদের জন্য শর্ত কঠোর করার পরিকল্পনার বিষয়ে দৃঢ় থাকবেন।


গত সপ্তাহে পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর অভিযানের সময় ১০ জন ফিলিস্তিনিকে হত্যা এবং পূর্ব জেরুজালেমের একটি উপাসনালয়ের কাছে এক ফিলিস্তিনি বন্দুকধারী সাতজনকে হত্যাসহ সহিংসতা বৃদ্ধি পাওয়ার পর ঐ রকেট হামলা এবং বিমান হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সপ্তাহের শুরুতে ঐ অঞ্চল সফরের সময় দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।

এই প্রতিবেদনের কিছু তথ্য দ্য এসোসিয়েটেড প্রেস থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG