দশ দফা দাবির সমর্থনে ১১ ফেব্রুয়ারি সারাদেশের সব ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (৪ ফেব্রয়ারি) রাজধানী ঢাকার নয়াপল্টনে, দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে, একই দাবিতে, বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার২৮, ৩১, ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করে।
বিএনপি ছাড়াও সাতটি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চ তাদের ১৪ দফা দাবির পক্ষে ১১ ফেব্রুয়ারি সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে। গণতন্ত্র মঞ্চের পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কর্মসূচি ঘোষণা করেন।
সাইফুল হক বলেন, “আমরা ভোটের অধিকার রক্ষা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, এই সরকারের পদত্যাগ, একটি নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিসহ আমাদের ১৪ দফা দাবি বাস্তবায়নে ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী মিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করছি।”
গণতন্ত্র মঞ্চ ছাড়াও বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও জোট যারা যুগপৎ আন্দোলনে আছে তারাও নিজ নিজ অবস্থান থেকে একই কর্মসূচি ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন সাইফুল।