অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় সংসদ নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হবে: কমিশনার আনিসুর রহমান


জাতীয় সংসদ নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হবে: কমিশনার আনিসুর রহমান।
জাতীয় সংসদ নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হবে: কমিশনার আনিসুর রহমান।

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আংশিকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। শনিবার (৪ ফেব্রুয়ারি) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা শিল্পকলা মিলনায়তনে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কমিশনার আনিসুর রহমান বলেন, “বাজেট সংকটের কারণে আগামী নির্বাচনে সব আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না।তবে, কিছু নির্বাচনী এলাকায় ইভিএম আংশিকভাবে ব্যবহার করা হবে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট নেয়া হবে।”

নির্বাচন কমিশনের (ইসি) এমন প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। বলেন, “বর্তমান ইসির অধীনে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায়, আগের মতো আর সমালোচনা হবে না।”

কমিশনার আনিসুর রহমান আরও বলেন, “সংবিধান অনুযায়ী, নির্বাচনকালীন সরকার প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের সরাসরি যোগাযোগের কোনো সুযোগ নেই।”

XS
SM
MD
LG