অ্যাকসেসিবিলিটি লিংক

শ্রীলঙ্কাকে ধার দেওয়া অর্থ ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। (ফাইল ছবি)

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন যে অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায়, চলতি বছরের সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কা থেকে দেশটিকে ধার দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, “শ্রীলঙ্কা ধীরে ধীরে ভালো করছে। তারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে।” এর আগে, বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ঋণ পরিশোধের জন্য আরও ছয় মাস সময় দিয়েছে। তবে, শ্রীলঙ্কা তাদের দীর্ঘায়িত অর্থনৈতিক সংকটের কারণে, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিল।

বন্ধু প্রতীম দেশ হিসেবে বাংলাদেশ ২০২১ সালে একটি মুদ্রা বিনিময় ব্যবস্থার অধীনে, শ্রীলঙ্কাযকে ঋণ সহায়তা করেছিল।

XS
SM
MD
LG