বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ভোলা সদর উপজেলার শিবপুর ও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ বলেন, “বিএনপি যে দাবি করছে, তা কোন দিনই বাস্তবায়িত হবে না। কারণ এটা বাস্তবসম্মত নয়। তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তারা নাকি ক্ষমতাসীন দলের অধীনে কোনো নির্বাচন করবে না। আমি দৃঢ়তার সঙ্গে বলি, তত্ত্বাবধায়ক সরকার আর কোন দিন আসবে না এবং বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তোফায়েল আহমেদ বলেন যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই মানুষের জন্য কিছু করে। মানুষ জানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশ দুর্নীতিমুক্ত থাকে এবং ঘরে ঘরে বিদ্যুৎ পায়। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা আরো বলেন,“আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করেছেন। আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশ্বের মানুষ বাংলাদেশকে একটি মর্যাদাশালী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। আমরা স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। আমরা আশা করি ২০৪০ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবো।”
তোফায়েল আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন। ঐক্যবদ্ধ থাকবেন।