অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে অসংখ্য মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোক


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “তুরস্ক ও সিরিয়ার এই বিপদের সময় বাংলাদেশের সরকার ও জনগণ তাদের পাশে আছে।” তার সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শেখ হাসিনা। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, সোমবার ভোরে এবং দুপুরের পর দুটো শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এসময় শত শত ভবন ধসে পড়ে এবং এতে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে।

XS
SM
MD
LG