অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে গত বছর অগ্নিকাণ্ডে মারা গেছে ৯৮ জন: ফায়ার সার্ভিস


বাংলাদেশে গত বছর (২০২২) কমপক্ষে ২৪ হাজার ১০২টি আগুনের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে ১৩ জন দমকলকর্মী সহ মোট ৯৮ জন নিহত হয়েছেন। আর ৩০ জন দমকলকর্মী সহ আহত হয়েছেন ৪০৭ জন। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তর সংকলিত পরিসংখ্যানে এ কথা বলা হয়েছে।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময়সীমার পরিসংখ্যানে বলা হয়েছে, মৃতদের মধ্যে (অগ্নিনির্বাপক বাদে) ৭২ জন পুরুষ এবং ১৩ জন নারী। আহতদের মধ্যে এফএসসিডি কর্মচারী ও কর্মকর্তা বাদে ৩০৩ জন পুরুষ, ৭৪ জন নারী। অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৩৪২ কোটি টাকা।

সামগ্রিকভাবে, ৩৮ দশমিক ৫ শতাংশ ঘটনা ঘটেছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে; যা অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আর, ১৬ দশমিক ১ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে সিগারেট ফেলার কারণে। গ্যাস বার্নার্স, তৃতীয় সর্বোচ্চ, ১৪ শতাংশ ঘটনার জন্য দায়ী।

XS
SM
MD
LG