বাংলাদেশের কক্সবাজার জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত থেকে দ্বিতীয় দফায় ২৭৩ জন রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদে, দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের সরানোর কার্যক্রম পরিদর্শন করেন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান চৌধুরী।
কমিশনার মো. মিজানুর রহমান জানান, সীমান্তে থাকা রোহিঙ্গাদের দ্বিতীয় দফায় মোট ২৭৩ জনকে (৫৩ পরিবার) কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে নিবন্ধন যাচাই করে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হবে।” এখানে আগত যেসব রোহিঙ্গার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন মিজানুর রহমান।
দুই দফায়, ৪৫৯ জনকে তুমব্রু সীমান্ত থেকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।