বাংলাদেশের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বুধবার। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, “বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানী ঢাকারর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।”
২০২১-২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ঐ বছর মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন শিক্ষাথী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে , ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে।দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।