অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় বাজেটে বৈদেশিক সহায়তা কমেছে: সংসদে অর্থমন্ত্রী মুস্তফা কামাল


অর্থমন্ত্রী মুস্তফা কামাল
অর্থমন্ত্রী মুস্তফা কামাল

বাংলাদেশের জাতীয় বাজেটের জন্য বৈদেশিক সহায়তা কমে এসেছে। গত অর্থবছরে (২০২১-২২) বৈদেশিক সহায়তা ছিলো ৩২৬ কোটি ডলার, চলতি অর্থবছরে এই পরিমাণ এক দশমিক ০৩ কমে, ২২৩ কোটি ডলার হয়েছে। মঙ্গলবার সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মোরশেদ আলমের (নোয়াখালী-২) এক প্রশ্নের জবাবে এ পরিসংখ্যান তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

লিখিত উত্তরে অর্থমন্ত্রী বলেন, “সরকার গত অর্থবছরের বাজেটে বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে প্রায় ৩২৬ কোটি ডলারের সমপরিমাণ সহায়তা পেয়েছে। চলতি অর্থবছরে ২২৩ কোটি ডলারের সমপরিমাণ সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ-এর (ময়মনসিংহ-১১) প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “পারিবারিক সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে সঞ্চয়পত্রের সুদের হার সংশোধন করা হতে পারে।”

মামুনুর রশীদ কিরন-এর (নোয়াখালী-৩) প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, “রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে। এনবিআর আশা করছে যে অর্থবছরের শেষ নাগাদ লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হবে।”

XS
SM
MD
LG