অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে পারভেজ মোশাররফের জানাজার নামাজ অনুষ্ঠিত


ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশানস বিভাগ থেকে প্রকাশিত এই ছবিতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জানাজার নামজের দৃশ্য দেখা যাচ্ছে। করাচি, ফেব্রুয়ারি ৭, ২০২৩।
ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশানস বিভাগ থেকে প্রকাশিত এই ছবিতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জানাজার নামজের দৃশ্য দেখা যাচ্ছে। করাচি, ফেব্রুয়ারি ৭, ২০২৩।

মঙ্গলবার করাচিতে পাকিস্তানের প্রয়াত প্রেসিডেন্ট ও সামরিক শাসক পারভেজ মোশাররফের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মোশাররফের মরদেহ দুবাই থেকে পাকিস্তানের দক্ষিণে বন্দর নগরী করাচিতে একটি বিশেষ বিমানে করে নিয়ে আসার কয়েক ঘন্টা পরই তাঁর এই শেষ কৃত্যানুষ্ঠানটি সামরিক কমপ্লেক্সের একটি মাঠে অনুষ্ঠিত হয়। জীবনের শেষ বছরগুলি স্ব-ইচ্ছায় দুবাইয়ে নির্বাসনে ছিলেন তিনি এবং তার পরিবার।তাঁর জানাজার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সামরিক প্রধান কামার জাভেদ বাজওয়া, আশফাক পারভেজ কায়ানি এবং আসলাম বেগ।

বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানাজার নামাজে অংশ নেননি, তবে টুইটারে শোক বার্তা দিয়েছেন, যেখানে লিখেছেন, “জেনারেল (অব.) পারভেজ মোশাররফের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

মুশাররফকে করাচিতে একটি সামরিক কবরস্থানে দাফন করা হয়।

৭৯ বছর বয়সী মোশাররফ রবিবার দুবাইতে এক বিরল রোগ অ্যামাইলয়েডোসিস এ মারা যান।এই রোগে অস্বাভাবিক এক প্রোটিন তৈরি হয় অঙ্গে যার ফলে তাদের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রীর ভাই এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে উৎখাত করার পর ১৯৯৯ সালের অক্টোবরে মোশাররফ ক্ষমতায় আসেন।

XS
SM
MD
LG