চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার বন্দর কেলাংগামী একটি জাহাজের কার্গো কনটেইনারের ভেতর থেকে গত ১৭ জানুয়ারি উদ্ধার হওয়া কিশোর রাতুল ইসলাম ফাহিম শিগগিরই বাংলাদেশে তার পরিবারের কাছে ফিরে আসবে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সে ভালো বোধ করছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে”।
শাহরিয়ার আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে রাতুলকে ভিডিও কলের মাধ্যমে তার পরিবারের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
ভিডিও কলে রাতুলকে তার বাবাকে আশ্বস্ত করতে শোনা যায় যে সে বাড়ি ফিরবে।
রাতুল দুই মাসেরও বেশি সময় আগে কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।