বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরির বাজারে বিপুল সুযোগ-সুবিধা কাজে লাগাতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে বিশেষ করে আইসিটি বিষয়ে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) শেখ হাসিনা তাঁর কার্যালয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, “এখন হচ্ছে ডিজিটাল যুগ, তাই তোমাদের এ বিষয়ে নজর দিতে হবে। তোমরা যদি তা করতে পারো, তবে চাকরির বাজারে আরও সুযোগ পাবে”।
শেখ হাসিনা শিক্ষার্থীদের ডিজিটাল যুগের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে অবসর সময়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বিশেষ করে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, “শুধু ব্যাচেলর বা মাস্টার্সই যথেষ্ট হবে না; দেশে ও বিদেশে চাকরির সুযোগ সম্প্রসারণের জন্য তোমাদের যেকোনো বিষয়ে বিশেষ জ্ঞান প্রয়োজন”।
তিনি শিক্ষার্থীদের তাদের সময় নষ্ট না করার এবং সরকার সারাদেশে যে প্রশিক্ষণ প্রদান করছে তা গ্রহণ করার আহ্বান জানান।
শেখ হাসিনা সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষকে গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “কৃষি নিয়ে আমাদের গবেষণা কাজ ভালোই চলছে। আমি তোমাদেরকে অন্য বিষয়ে আরও মনোযোগ দিতে বলব”।
তিনি বলেন, “গবেষণা ছাড়া সর্বশেষ উন্নয়ন সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হবে না”।
শেখ হাসিনা বলেন, শিক্ষিত জাতি ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই। এবং এর জন্য আমাদের জরুরিভাবে শিক্ষিত জনবল প্রয়োজন।
এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে। আমরা শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছি যাতে আমাদের শিশুরা ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে পারে। আমরা প্রতিটি জেলায় উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দিচ্ছি। এতে কর্মসংস্থানও নিশ্চিত হবে।
তিনি বলেন, সরকার বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে, যেগুলোকে বিশ্বের অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
তিনি করোনাভাইরাস মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার সময় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন।