অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বাংলাদেশে এবারের এইসএসসি ও সমমানের পরীক্ষায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুরে সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমান পরীক্ষার বিস্তারিত ফলাফলে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় মোট ৯ হাজার ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও ৫০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দিনাজপুর শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি ফেল করা প্রতিষ্ঠান রয়েছে। এ সংখ্যা ১৩টি।

এ ছাড়া রাজশাহীতে ৯টি, ঢাকায় ৮টি, যশোরে ৬টি, কুমিল্লায় ৫টি এবং ময়মনসিংহে ৩টি প্রতিষ্ঠানে সবাই ফেল করেছেন।

এদিকে চারটি মাদরাসা ও দুটি টেকনিক্যাল প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি।

XS
SM
MD
LG