যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ থাকবে তারা। যতদিন সময় লাগবে ততদিন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন বলেন, সরকার নেটোকে ঐক্যবদ্ধ করেছে। তারা একটি বৈশ্বিক জোট গঠন করেছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র এবং অন্যান্য নেটো মিত্ররা ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ কয়েকশ কোটি ডলার সামরিক সহায়তা প্রদান করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় রাশিয়ার ওপর আর্থিক মূল্য আরোপের চেষ্টা করা হয়েছে।
বাইডেন, গত বছর আইনপ্রণেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে পুতিনের আক্রমণকে “ইউক্রেনের বিরুদ্ধে নৃশংস হামলা” এবং বিশ্বের জন্য একটি পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছিলেন।
পুতিন ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তাকে রাশিয়ার বিরুদ্ধে হুমকি বলে সমালোচনা করেছেন এবং বলেছেন যে ইউক্রেনে রাশিয়ার আধিপত্য বজায় থাকবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বাইডেনকে “জোরালো শব্দে সমর্থনের জন্য” ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বুধবার টুইটে বলেন, “ইউক্রেনকে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের মূল্যবোধ একই, আমাদের অভিন্ন লক্ষ্য বিজয়।“