অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামের ফৌজদারহাটে মাদকের হাটে গড়ে তোলা হয়েছে ফ্লা্ওয়ার পার্ক


বাংলাদেশের চট্টগ্রামের ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের পাশে বিশাল জায়গায় গড়ে তোলা হয়েছে ফ্লা্ওয়ার পার্ক। অভিযোগ আছে, এখনকার এই ফুলের রাজ্যে একসময় ছিলো মাদকের হাট। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা এই ফ্লাওয়ার পার্ক-এ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে অনুষ্ঠিত হচ্ছে ফুল উৎসব। ৯ দিনব্যাপী এই ফুল উৎসব চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এটা বাংলাদেশের প্রথম ফুল উৎসব বলে জানান আয়োজকরা।

জানা গেছে, ১৯৪ একর খাস জমির ওপর গড়ে তোলা ফ্লাওয়ার পার্কে ইতোমধ্যেই পাঁচ হাজারের বেশি ১২২ প্রজাতির দেশি-বিদেশি জাতের ফুলগাছ লাগানো হয়েছে। সাগর তীরে পাশে এমর ফুলের শোভা নজর কাড়ছে এলাকাবাসীর। ফুলে ফুলে সেজে উঠেছে পুরো এলাকা। এই ফুলরাজ্যের মূল আকর্ষণ শীত অঞ্চলের টিউলিপ ফুল।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, “প্রথম পর্যায়ে এখানে ৩০ হাজার ফুল গাছ রোপণ করা হবে। পর্যায়ক্রমে বাড়বে গাছের সংখ্যা।” তারা জানান, “১০ বছরের বেশি সময় ধরে ফৌজদারহাটের এই এলাকা দখল করে রেখেছিল একটি চক্র। এখানে মাদক বিক্রি হতো। গত জানুয়ারিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ১৯৪ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে।এরপর এখানে বড় ফুলের বাগান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়।”

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান জানান, “ফুল উৎসবের লক্ষ্য হলো, নতুন প্রজন্ম যেন শিক্ষার পাশাপাশি তাদের মেধা ও মননের বিকাশ ঘটাতে পারে। পরিকল্পনা অনুযায়ী, এই জায়গার পুরোটা জুড়েই থাকবে ফুলের বাগান এবং ফুলকেন্দ্রিক নানা স্থাপনা। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এই ফ্লাওয়ার পার্ক।”

সীতাকুণ্ডের সহকারী কমিশনার আশরাফুল আলম বলেন, “এই ফুল উৎসবে দক্ষিণ এশীয় দেশগুলোতে যত ধরনের ফুল পাওয়া যায়, আমরা সব রাখার চেষ্টা করছি।”

XS
SM
MD
LG