অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ সুদান কেনিয়ার বিরুদ্ধে সীমান্ত দখলের অভিযোগ এনেছে


মানচিত্রে দক্ষিণ সুদান ও কেনিয়ার সীমান্ত
মানচিত্রে দক্ষিণ সুদান ও কেনিয়ার সীমান্ত

সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত আটজন নিহত হওয়ার পর কেনিয়া তাদের সীমান্তে বিতর্কিত এলাকা দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দক্ষিণ সুদান।

সংসদ সদস্যরা অবকাশ থেকে সংসদের অধিবেশন আবার ডাকার জন্য দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের উপর চাপ সৃষ্টি করছেন যাতে তারা উত্তপ্ত সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা করতে পারেন। কেনিয়ার দিকের সীমান্তের পাশে একটি তেলক্ষেত্র থেকে কয়েক মাইল দূরে নাকোডোক শহরের মধ্যে এবং এর আশেপাশে গত সপ্তাহান্তে যুদ্ধের ঘটনা ঘটে।

দক্ষিণ সুদান বলছে, কেনিয়ার সৈন্যরা কাপোয়েটা ইস্ট কাউন্টির একটি এলাকা নাকোডোকের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। কাউন্টি কমিশনার আবদুল্লাহ অ্যাঞ্জেলো লোকেনো বলেছেন, কেনিয়ার দিক থেকে আটজন নিহত হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন যে পরিস্থিতি এখন শান্ত, এবং তিনি দক্ষিণ সুদানের সরকারকে "কেনিয়ার জনগণকে তাদের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন যাতে নাগরিকরা বিশ্রাম নিতে পারে। সরকারের উচিত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।"

২০০৯ সালে, কেনিয়া এবং সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট - তখনকার দক্ষিণ সুদানের ক্ষমতাসীন দল - মানুষ, পণ্য এবং পরিষেবার আন্তঃসীমান্ত চলাচলের সুবিধার্থে নাদাপালে একটি অস্থায়ী সীমান্ত নিয়ন্ত্রণ পোস্ট স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।

ভয়েস অফ আমেরিকার দেখা নথি অনুসারে, উভয় পক্ষের প্রতিনিধিদের সাথে নাইরোবিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।

দক্ষিণ সুদানের একজন আইনপ্রণেতা জুওল নোমঙ্গেক বলেছেন, চুক্তিটি আর প্রযোজ্য নয় কারণ ২০১১ সালে দক্ষিণ সুদান, সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এটিকে কোনো আইন হিসেবে পাস করানো হয়নি।

নোমঙ্গেক বলেন, "এমনকি যদি একটি চুক্তি থাকে, তবে এটি জনগণের প্রতিনিধিত্বকারী সংসদের সম্মতি ছাড়া দেওয়া যেত না।”

বৃহস্পতিবার, কির তার বিশেষ উপদেষ্টাকে নাইরোবিতে প্রেরণ করেছিলেন, এটি দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টা হিসাবে দেখা হয়েছে। কেনিয়ার মন্ত্রিপরিষদ সচিব মোসেস কুরিয়াকে জুবায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর কাছে একটি বার্তা পাঠানোর একদিন পরে এই মিশনটি এসেছিল।

দক্ষিণ সুদানের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মায়িক আয়ি ডেং বলেছেন, সরকার অচলাবস্থা নিরসনে কূটনৈতিক উপায় ব্যবহার করবে বলে আশা করছে।

XS
SM
MD
LG