অ্যাকসেসিবিলিটি লিংক

সিরাজগঞ্জে বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা, গ্রেপ্তার ১০


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র একটি সমাবেশে স্লোগান দিচ্ছেন কর্মীরা। (ফাইল ছবি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র একটি সমাবেশে স্লোগান দিচ্ছেন কর্মীরা। (ফাইল ছবি)

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়, সরকারি কাজে বাধা প্রদান, ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি, ১২টি মোটরসাইকেল পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। প্রতিটি মামলায় ১৯৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর, অজ্ঞাত ২০০ থেকে ৩০০ বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে একটি ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে আর একটি মামলা করেন। মামলায় বিএনপির জেলা পর্যায়ের নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

এ মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু, বিএনপি নেতা জহিরুল ইসলাম এবং হাবিব শেখ শামছুল আলম, মুছা, কাওছার, নুরনবী, মিজান ও আল-আমিন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

XS
SM
MD
LG