সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে যথাযথ সমন্বয় ও বিতরণের জন্য বাংলাদেশ সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিরিয়ার জনগণের জন্য মানবিক সহায়তা সামগ্রি শনিবার (১১ ফেব্রয়ারি) বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সি-১৩০জে এর একটি বিশেষ ফ্লাইটে সিরিয়ার দামেস্কে পৌঁছায়।
সিরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং সিরিয়ার স্থানীয় প্রশাসন ও পরিবেশ উপমন্ত্রী মোতাজ দুয়াজি দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। মানবিক সহায়তা সামগ্রির মধ্যে রয়েছে শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাঁবু এবং শীতবস্ত্র। এ কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সিরিয়ার প্রতিপক্ষের কাছে তাদের গভীর সমবেদনা জানিয়েছেন।