সোমবার যুক্তরাষ্ট্র বলেছে, তারা সম্প্রতি উত্তর আমেরিকার আকাশে ভাসমান যে তিনটি হাই অল্টিচিউড বস্তু ভূপাতিত করেছে সেগুলোর উৎপত্তি স্থান সম্পর্কে জানে না।
সরকার বলেছে, তারা মনে করে না যে ঐ বস্তুগুলো নজরদারি আকাশযান ছিল, তবে তেমন কিছু হওয়ার সম্ভাবনার উড়িয়ে দেয় নি।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কারবি হোয়াইট হাউজে সাংবাদিকদেরকে বলেন, “এগুলোর প্রপালশন ছিল না।”
কারবি বলেন, “আমরা এখনো কিছুই জানি না।”
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, যুক্তরাষ্ট্রের কর্মীরা এখনো তিনটি বস্তুর কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারেনি।
কারবি ঐ তিনটি বায়ুবাহিত বস্তুকে বেলুন হিসেবে উল্লেখ করতে অস্বীকার করেন।
চীন বারবার দাবি করছে যে, বেলুনটি একটি আবহাওয়া পর্যবেক্ষণকারী বস্তু যা পথ থেকে সরে গেছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, তারা সমুদ্রের তল থেকে যে অংশগুলো উদ্ধার করেছেন তাতে দেখা যাচ্ছে বেলুনটি নজরদারি মিশনের অংশ ছিল।
যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বেলুন আবিষ্কৃত হওয়ার পর কারবি বলেছিলেন, আরও বেলুনের সন্ধানে যুক্তরাষ্ট্রের রাডার পুনরায় প্রস্তুত করা হয়েছে।
এর আগে সোমবার কারবি বেইজিং-এর এই অভিযোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছিলেন যে যুক্তরাষ্ট্র চীনের ওপর দিয়ে ১০টির বেশি বেলুন উড়িয়েছিল।
বেলুনের ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিং সফর বাতিল করেছেন। এই সফর খুব সম্ভবত দুই দেশের মধ্যকার সম্পর্ক এবং তাইওয়ান, বাণিজ্য, মানবাধিকার এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা পদক্ষেপ নিয়ে মতবিরোধ কমিয়ে দিতে পারতো।
ভয়েস অফ আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক জেফ সেল্ডিন এবং পেন্টাগন প্রতিবেদক কার্লা বাব এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।