অ্যাকসেসিবিলিটি লিংক

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিতর্ক অপ্রত্যাশিত—সিইসি কাজী হাবিবুল আউয়াল


বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। (ফাইল ছবি)
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। (ফাইল ছবি)

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে চলমান বিতর্ককে অপ্রত্যাশিত বলেছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমাদের সংবিধান, আইন ও আদালতের রায় অনুযায়ী মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার যোগ্য। রাষ্ট্রপতিকে নিয়ে এ ধরনের বিতর্ক অপ্রত্যাশিত”।

তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি (মো. সাহাবুদ্দিন) জেলা জজ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাষ্ট্রপ্রধানের পদটি লাভজনক পদ কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। এই বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা বিভক্ত।

সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

XS
SM
MD
LG