বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছানো নিশ্চিত করতে বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নই আপনার দায়িত্ব নয়, জনগণ যাতে উন্নয়নের সুফল পায় তাও নিশ্চিত করা আপনার দায়িত্ব”।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
আবদুল হামিদ তিন দিনের সফরে বুধবার বিকেলে মিঠামইনে পৌঁছান।
আবদুল হামিদ আরও বলেন, “জনপ্রতিনিধিদের প্রধান কাজ হচ্ছে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য তাদের কল্যাণে কাজ করা”।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও রেজওয়ান আহমেদ তৌফিক উপস্থিত ছিলেন।