অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের বিরুদ্ধে রাশিয়ার আনা জঙ্গিবাদের অভিযোগ অস্বীকার করলো তালিবান


ফাইল - তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন।( ১৪ সেপ্টেম্বর, ২০২১)

রাশিয়া অভিযোগ তুলেছে, হাজার হাজার ইসলামিক স্টেট জঙ্গি আফগানিস্তানের উত্তরাঞ্চলে জড়ো হয়েছে যা কিনা মধ্য এশীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। আফগানিস্তানের ইসলামপন্থী ক্ষমতাসীন তালিবানের প্রধান কূটনীতিক এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার কাবুলে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের ৩৪তম বার্ষিকীতে এক অনুষ্ঠানে টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, "কিভাবে হাজার হাজার মানুষ এক জায়গায় জড়ো হলে, এখনও কেউ তাদের না দেখে বা তাদের সম্পর্কে সচেতন না হয়ে পারে ?"

তিনি সবাইকে স্বাগত জানিয়ে নিজের চোখে সমাধান দেখতে বলেন এবং উদ্বেগ থাকলে তা নিয়ে আলোচনা করতে বলেন। তিনি কয়েক দশক ধরে চলা যুদ্ধে দুর্দশা কবলিত এই জাতিকে ভিত্তিহীন অভিযোগ তুলে আরও কলংকিত না করার অনুরোধ করেন।

রাশিয়ার এক শীর্ষ জেনারেল বলেন, আফগানিস্তানে "চরমপন্থী গোষ্ঠীগুলি" "আস্তানা গেড়েছে" এবং এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য "সবচেয়ে বড় হুমকি" হয়ে উঠেছে। তার পরপরই প্রতিক্রিয়া হিসেবে তালিবানের এই বক্তব্য আসে।

রাশিয়ার একজন সেনাধ্যক্ষ কর্নেল জেনারেল আনাতোলি সিদোরভ আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের আফগান শাখাকে “সবচেয়ে বিপজ্জনক” বলে বর্ণনা করেন।

সিদোরভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সরকারী গণমাধ্যম জানায়,"ইসলামিক স্টেটের আফগান শাখা উইলায়াত খোরাসানের (আইএস-কে) সদস্যদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় ৬,৫০০ হয়েছে। তাজিকিস্তানের দক্ষিণ সীমান্তে বাদাখশান, কুন্দুজ এবং তাখার প্রদেশে প্রায় ৪ হাজার জঙ্গি একত্রিত রয়েছে।"

গত সেপ্টেম্বরে কাবুলে মস্কোর কূটনৈতিক মিশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় দূতাবাসের অন্তত দুই কর্মী এবং চারজন আফগান ভিসা প্রত্যাশী নিহত হন। আইএস-কে এর দায় স্বীকার করে ।

তালিবানরা সম্প্রতি দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে। আইএস-কের হুমকিকে বারবার প্রত্যাখ্যান করে তারা বলেছে, তাদের বাহিনী দেশটিতে গোষ্ঠীটির উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আইএস-কে-এর উপস্থিতি হ্রাস করার তালিবানের দাবি নিয়েও প্রশ্ন তুলে সন্ত্রাসী গোষ্ঠীটিকে ইসলামিক স্টেটের "বিপজ্জনক" আঞ্চলিক সহযোগী হিসাবে অভিহিত করেছে।

XS
SM
MD
LG