স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন বুধবার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন, রাজনীতিতে কাজ করার একটি অংশ হচ্ছে কখন অন্য কারো জন্য পথ তৈরি করার সময় এসেছে তা বুঝতে পারা।
এডিনবারায় তার সরকারি বাসভবন বুট হাউসে এক সংবাদ সম্মেলনে স্টারজন বলেন, তার কাজের চাপ প্রবল, কিন্তু তিনি একজন মানুষ এবং একজন রাজনীতিবিদ, তাকে এই সিদ্ধান্ত নিতে রীতিমত লড়াই করতে হয়েছে।
গত আট বছর ধরে দেশটির সরকার ও স্কটিশ ন্যাশনাল পার্টির নেতৃত্ব দেওয়া স্টারজন কয়েক মাস ধরেই বিতর্কের সম্মুখীন হয়েছেন একটি আইন নিয়ে। সরকারি নথিতে লিঙ্গ পরিবর্তন সহজ করে তুলেছে এই আইন।
লিঙ্গ স্বীকৃতি ব্যবস্থা নিয়ে চলমান বিতর্ক সত্ত্বেও এই সিদ্ধান্ত রাজনৈতিক পর্যবেক্ষকদের বিস্মিত করেছে।তিনি আইনটি অবরুদ্ধ করার সিদ্ধান্তের জন্য ব্রিটিশ সরকারকে আদালতে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি যুক্তি দেন, কনজারভেটিভ ইউকে সরকার লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিলটিতে ভেটো দিয়ে "মারাত্মক ভুল" করছে।
বিলটি স্কটল্যান্ডে ১৬ বছর বা তার বেশি বয়সের লোকদের স্ব-ঘোষণার মাধ্যমে তাদের পরিচয়ের নথিতে লিঙ্গ পদবি পরিবর্তন করার অনুমতি দেবে। একই সাথে তা জেন্ডার ডিসফোরিয়া পরীক্ষার প্রয়োজনীয়তা বাতিল করবে। ট্রান্সজেন্ডার অধিকার কর্মীরা একে একটি মাইলফলক কাজ হিসাবে প্রশংসা করেছেন।
আইনটি স্কটল্যান্ডকে ব্রিটেনের বাকি অংশ থেকে আলাদা করে তোলে। দেশটির অন্য যেকোন অংশে ব্যক্তির লিঙ্গ পরিবর্তনের আগে আইনী কারণে চিকিৎসা দ্বারা নির্ণয়ের প্রয়োজন হয়।
কোভিড-১৯ মহামারী মোকাবেলায় শান্ত, সোজা কথা বলার দক্ষতার আর ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন।
এটি ব্রিটেন থেকে স্কটিশ স্বাধীনতার বিষয়টিকে আরও সামনে নিয়ে আসে তার এই ভূমিকা। স্টারজনের দীর্ঘদিনের স্বপ্ন, জাতীয়তাবাদী সরকার - যা তার রাজনৈতিক এজেন্ডাকে সমর্থন করে।
স্কটল্যান্ড ব্রিটেনের অংশ হলেও ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের মতো, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ক্ষমতা সহ আধা-স্বায়ত্তশাসিত সরকার রয়েছে।