অ্যাকসেসিবিলিটি লিংক

কিছু শর্তে ভারতীয় ছবি আমদানিতে সম্মত চলচ্চিত্র পরিষদ: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ


সচিবালয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩।
সচিবালয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন যে কিছু শর্ত জুড়ে দিয়ে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে একথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ভারতীয় হিন্দি ছবি আমদানির ব্যাপারে সকলে একমত হয়েছেন। অতীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমার কাছে দাবি করা হয়েছিল ভারতীয় হিন্দি ছবি আমদানি করার জন্য। এটা আমি বারবার বলে এসেছি যে, সব সমিতি যদি একমত হয় তবে সম্ভব, না হলে সেক্ষেত্রে আমরা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব না। কারণ অতীতে দেখা গেছে, এরকম উদ্যোগ নেওয়ার পর শিল্পী সমিতি আপত্তি জানিয়েছে। তখন অনেক শিল্পীও আপত্তি জানিয়েছিলেন। সকলে একমত হওয়ায় তাদের ধন্যবাদ জানাই।”

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “প্রকৃতপক্ষে আমাদের দেশে সিনেমা ভালো হচ্ছে আগের তুলনায় এবং অনেক সিনেমা বক্স অফিস হিট করছে। তবে, এখনো প্রতি সপ্তাহে ভালোভাবে চালানোর মতো সিনেমা সব সময় হচ্ছে না, এটা বাস্তবতা।”

XS
SM
MD
LG