অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না: আইনমন্ত্রী আনিসুল হক


বাংলাদেশের রাজধানী ঢাকার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার, ১৯ ফেব্রয়ারি, ২০২৩।
বাংলাদেশের রাজধানী ঢাকার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার, ১৯ ফেব্রয়ারি, ২০২৩।

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজনীতিতে অংশ নিতে পারেন, তবে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তিনি আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। রবিবার (১৯ ফেব্রয়ারি) রাজধানী ঢাকার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে (জেএটিআই) আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, “সরকার তার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। তিনি রাজনীতি করবেন কি করবেন না, এটি তার ব্যক্তিগত বিষয়। তবে, সংবিধানে বলা হয়েছে, দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। নতুন করে বলার কিছু নেই।”

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হয়েছেন খালেদা জিয়া। আর, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার পর, মানবিক কারণে তার সাজা স্থগিত করা হয়েছে।

উপাত্ত সুরক্ষার ব্যবস্থা থাকবে আইনে

উপাত্ত সুরক্ষা আইন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “আগেও বলেছি, এখনো বলছি, উপাত্ত সুরক্ষা আইনের খসড়া মন্ত্রিসভায় যাওয়ার আগে এর অংশীজনদের সঙ্গে আবারও আলাপ-আলোচনা করা হবে। এর আগেও আমরা অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করেছি।”

তিনি বলেন, “এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে যাতে আইনটির বিষয়ে এমন মনে না হয় যে, এটা উপাত্ত নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে। এটার উদ্দেশ্যই হচ্ছে উপাত্ত সুরক্ষা করা। উপাত্ত সুরক্ষা যাতে দেওয়া হয়, সে ব্যবস্থাই থাকবে এতে।”

আইনমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান উপহার দেন, সেখানে তিনি পরিষ্কারভাবে বাকস্বাধীনতাকে একটি মৌলিক অধিকার হিসেবে রাখেন এবং তার সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে রাখা হয়; যা বহু গণতান্ত্রিক দেশের সংবিধানে রাখা হয়নি। তাই কেউ যদি এমন দুশ্চিন্তা বা কল্পনা করেন যে, শেখ হাসিনার সরকারের সময় এমন একটি আইন হবে, যেখানে জনগণের বাকস্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা নষ্ট হবে, সেটা ঠিক নয়।”

XS
SM
MD
LG