অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রমবর্ধমান উদ্বেগ প্রশমনে মিউনিখে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের কূটনীতিকরা


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন (ডানে) চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই কে বালিতে স্বাগত জানাচ্ছেন। ৯ জুলাই, ২০২২। (ফাইল ফটো)
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন (ডানে) চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই কে বালিতে স্বাগত জানাচ্ছেন। ৯ জুলাই, ২০২২। (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার মিউনিখে চীনের শীর্ষ কূটনীতিবিদ ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন এবং তাকে জানান, যুক্তরাষ্ট্রের আকাশসীমার অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া চীনের নজরদারি বেলুনের অনুপ্রবেশের ঘটনার পুনরাবৃত্তি যেনো আর না হয়।পররাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এক ঘণ্টার বৈঠকে ব্লিংকেন সরাসরি ও খোলামেলা আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস বৈঠকের পর চীনের পূর্ণ নাম পিপলস রিপাবলিক অফ চায়না (পিআরসি) ব্যবহার করে এক বিবৃতিতে বলেন, “সেক্রেটারি (ব্লিংকেন) সুস্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সার্বভৌমত্বের কোন ধরনের লঙ্ঘন আমরা মেনে নেবো না।” তিনি আরো বলেছেন, “পিআরসির অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া নজরদারি বেলুন কর্মসূচী; যেটি ৫ মহাদেশ জুড়ে প্রায় ৪০টির বেশি দেশের আকাশসীমা লঙ্ঘন করেছে; সেই ঘটনার বিস্তারিত তথ্য গোটা বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে”।

প্রাইস আরো জানান,“চীন যদি রাশিয়াকে কোনো ধরনের দৃশ্যমান সহায়তা প্রদান করে অথবা নিয়মতান্ত্রিকভাবে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করে, তাহলে তার সম্ভাব্য প্রভাব ও পরিণতি” সম্পর্কে ওয়াংকে সতর্ক করেছেন ব্লিংকেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে জানায়, ওয়াং যুক্তরাষ্ট্রের অনুরোধে ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ওয়াং চীনের “দৃঢ় অবস্থান” ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন তাদের “কার্যধারা বদলাতে”। আর, তাদের “শক্তিমত্তার অপব্যবহারের” কারণে সৃষ্ট দ্বিপাক্ষিক সম্পর্কের ফাটল মেরামতের উদ্যোগ নিতে অনুরোধ করেন তিনি।

একটি অজ্ঞাত স্থানে দুই কূটনীতিক দেখা করেন। এই বৈঠককে, সার্বিকভাবে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ প্রশমনের উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ মাসে যুক্তরাষ্ট্র চীনের গুপ্তচর বেলুন ভূপাতিত করার পর, মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে আয়োজিত এই বৈঠক, দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে অনুষ্ঠিত প্রথম মুখোমুখি সাক্ষাৎ। বেলুন-ঘটনার প্রতিক্রিয়ায় ব্লিংকেন তার পরিকল্পিত বেইজিং সফর স্থগিত করেছিলেন।

XS
SM
MD
LG