ফ্রান্সের প্রেসিডেন্ট এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে যেসব মন্তব্য করেছেন, তা পছন্দ হয়নি রাশিয়ার। ইমানুয়েল ম্যাঁক্রো, লে জ্যোরনাল দু দিমাখেঁ পত্রিকাকে জানান, ফ্রান্স ইউক্রেনে রাশিয়ার পরাজয় দেখতে চায়; তবে, ধ্বংস দেখতে চায় না।
রুশ পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ফরাসি নেতার মন্তব্যগুলো “অমূল্য” এবং এতে বোঝা যাচ্ছে যে পশ্চিম রাশিয়ার শাসন-ক্ষমতায় পরিবর্তন আনার বিষয়ে কথা বলছে।
ম্যাঁক্রো পত্রিকাটিকে আরো জানান, তিনি রাশিয়ার বর্তমান নেতার কোনো বিকল্প দেখছেন না।ফরাসি নেতা পত্রিকাটিকে বলেন, “ভ্লাদিমির পুতিন ছাড়া, বর্তমান ব্যবস্থায় অন্য সব বিকল্পকে আমার কাছে আরও খারাপ বলে মনে হয়”।
পুতিনের নেতৃত্বে রাশিয়া ১ বছর আগে ইউক্রেনে আগ্রাসন চালায়।