অ্যাকসেসিবিলিটি লিংক

দামাসকাস লক্ষ্য করে ইসরাইলের হামলা


সিরিয়ার দামাসকাসের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত কাফর সৌসা বসতিতে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে আছেন পুলিশের কর্মকর্তারা। ১৯ ফেব্রুয়ারি, ২০২৩।
সিরিয়ার দামাসকাসের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত কাফর সৌসা বসতিতে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে আছেন পুলিশের কর্মকর্তারা। ১৯ ফেব্রুয়ারি, ২০২৩।

সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরাইল সিরিয়ার রাজধানীর ওপর রোববার বিমান হামলা চালিয়েছে।সানার প্রতিবেদন মতে, হামলায় ৫ ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বিমান থেকে নিক্ষিপ্ত রকেট, দামাসকাসের কাফর সৌসা বসতির একটি নিরাপত্তা কমপ্লেক্সের কাছাকাছি জায়গায় আঘাত হানে। হামলায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইল এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

XS
SM
MD
LG