সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরাইল সিরিয়ার রাজধানীর ওপর রোববার বিমান হামলা চালিয়েছে।সানার প্রতিবেদন মতে, হামলায় ৫ ব্যক্তি নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
বিমান থেকে নিক্ষিপ্ত রকেট, দামাসকাসের কাফর সৌসা বসতির একটি নিরাপত্তা কমপ্লেক্সের কাছাকাছি জায়গায় আঘাত হানে। হামলায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইল এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।