অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ—দুই শিশু গুলিবিদ্ধ


বাংলাদেশের বালুখালী শরণার্থী শিবিরে খেলছে রোহিঙ্গা শরণার্থী শিশুরা। সোমবার, ২৭ আগস্ট, ২০১৮। (ফাইল ছবি)
বাংলাদেশের বালুখালী শরণার্থী শিবিরে খেলছে রোহিঙ্গা শরণার্থী শিশুরা। সোমবার, ২৭ আগস্ট, ২০১৮। (ফাইল ছবি)

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উখিয়ার ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই শিশু হলো- ৮ নম্বর ক্যাম্পের ওবায়দুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) ও একই ক্যাম্পের আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপে সংঘর্ষ এবং গুলি বিনিময় হয়েছে। এতে দুই শিশু গুলিবিদ্ধ হয়। তাদের অবস্থা গুরুতর”।

XS
SM
MD
LG