অ্যাকসেসিবিলিটি লিংক

চীন রাশিয়াকে মারণাস্ত্র পাঠানোর কথা ভাবছে: যুক্তরাষ্ট্র প্রমাণ দেখেছে


ফাইল - রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে চীনের সামরিক হেলিকপ্টার উত্তর-পূর্ব চীনে রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ায় - ১৩ আগস্ট ২০২১।
ফাইল - রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক প্রকাশিত এই ছবিতে দেখা যাচ্ছে চীনের সামরিক হেলিকপ্টার উত্তর-পূর্ব চীনে রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ায় - ১৩ আগস্ট ২০২১।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের এক উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গণপ্রজাতন্ত্রী চীন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে মারণাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে এমন প্রমাণ যুক্তরাষ্ট্র দেখেছে এবং এর পরিণতি সম্পর্কে চীনকে সরাসরি সতর্ক করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান বৃহস্পতিবার ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের উদ্বিগ্ন হওয়ার অবশ্যই কারণ রয়েছে।” তবে বেইজিং মস্কোকে প্রাণঘাতী অস্ত্র সহায়তা পাঠানোর কথা ভাবছে এমন কোনো প্রমাণ আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের এক বছর পূর্তির পর বৃহস্পতিবার শেরম্যান ভয়েস অফ আমেরিকার পররাষ্ট্র মন্ত্রকের ব্যুরো প্রধান নাইকি চিং-এর সঙ্গে বৈঠক করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র চীনকে সরাসরি এর পরিণতি সম্পর্কে সতর্ক করেছে।

শেরম্যান ভয়েস অফ আমেরিকাকে বলেন, “যদি গণপ্রজাতন্ত্রী চীন রাশিয়াকে প্রাণঘাতী (অস্ত্র দিয়ে) সহায়তা প্রদান করে তবে তা হবে বিভিন্ন উপায়ে আগ্রাসী হয়ে ওঠার নামান্তর এবং এর পরিনাম ভোগ করতে হবে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে তার অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দেওয়ার কয়েক দিন পর ওয়াশিংটন মস্কোর এই ধরনের পদক্ষেপকে "দায়িত্বজ্ঞানহীন" বলে নিন্দা করেছে।

শেরম্যান বলেন, 'আমরা আশা করি না যে প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন।

XS
SM
MD
LG