বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে”।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে ভারতের রাজধানী দিল্লিতে আব্দুল মোমেন আরও বলেন, “রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে”।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে আব্দুল মোমেন বলেন, তারা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে কোনো গুলি না চালিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করেছে।
ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে তিনি বলেন, “আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখি”।
তবে তিনি বলেন, ভারত মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ দেশ।
ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউইওনের সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ মন্তব্য করেন।