অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্লান্টে অগ্নিকাণ্ড, নিহত ৫, আহত ৫০ জন


বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়। শনিবার, ৪ মার্চ, ২০২৩।
বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়। শনিবার, ৪ মার্চ, ২০২৩।

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরো ৫০ জন। শনিবার (৪ মার্চ) বিকালে উপজেলার কদম রসুল (কেশবপুর) এলাকায় এই ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, “বিকেল সাড়ে ৪টার দিকে সীমা অক্সিজেন প্ল্যান্ট এ বড় বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট বিকাল ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”

বিস্ফোরণ ও আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা ফজলে রাব্বি

এর আগে, গত বছরের ৪ জুন সীতাকুণ্ড এলাকার বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু হয়। আর আহত হয় অন্তত ২৫০ জন।

XS
SM
MD
LG