অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ায় বন্যা: নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ৪০ হাজার মানুষকে


মালয়েশিয়ার জোহর রাজ্যের ইয়ং পেং-এর বন্যাকবলিত এলাকা থেকে সরে যাওয়ার আগে এক ব্যক্তি তার ঘরদুয়ারের দিকে তাকিয়ে আছেন। ৪ মার্চ, ২০২৩।

মালয়েশিয়ার কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, ব্যাপক বন্যার কারণে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের অন্তত ৪০ হাজার মানুষ তাদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বন্যায় অন্তত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাধ্য হয়ে ঘরবাড়ি থেকে বের হয়ে আসা মানুষের জন্য ২০০টিরও বেশি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

জোহরের বাসিন্দা মোহাম্মদ নূর সাদ রয়টার্সকে বলেন, “আমরা নভেম্বর ও ডিসেম্বরে বর্ষার জন্য প্রস্তুত থাকার বিষয়ে অভ্যস্ত। তবে, এখন মনে হচ্ছে, এমন অপ্রত্যাশিত আবহাওয়ার জন্য আমরা প্রস্তুত নই। দিন দিন এটি অনুমানের বাইরে চলে যাচ্ছে।”

ইতোমধ্যেই প্রবল বৃষ্টিপাতে মালয়েশিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বৃষ্টিপাত আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে শনিবার জানিয়েছে কর্তৃপক্ষ।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG