অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী


রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রকের প্রেস সার্ভিস প্রকাশিত এক ভিডিও থেকে নেওয়া এই ছবিতে, ইউক্রেনের একটি অজ্ঞাত স্থানে রাশিয়ান সেনাদের পরিদর্শন করার সময় কথা বলছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। ৪ মার্চ, ২০২৩।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রকের প্রেস সার্ভিস প্রকাশিত এক ভিডিও থেকে নেওয়া এই ছবিতে, ইউক্রেনের একটি অজ্ঞাত স্থানে রাশিয়ান সেনাদের পরিদর্শন করার সময় কথা বলছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। ৪ মার্চ, ২০২৩।

রুশ সেনাদের সাথে দেখা করতে শনিবার ইউক্রেন পরিদর্শন করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

টেলিগ্রামে দেয়া একটি বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, সের্গেই শোইগু "দক্ষিণ ডনেটস্কের দিকে পূর্ব সামরিক জেলার একটি ফরোয়ার্ড কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন।"

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার দুর্বল পারফরম্যান্সের জন্য শোইগু ব্যাপক সমালোচিত হয়েছেন। শনিবার প্রকাশিত একটি ভিডিওতে প্রতিরক্ষা মন্ত্রীকে রুশ সেনাদের হাতে পদক তুলে দিতে দেখা গেছে।

এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে, ইউক্রেনের ডনবাসে বাখমুত শহরের আশেপাশে "তীব্র লড়াই" চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার দৈনিক ভাষণে বলেছেন, তিনি শুক্রবার বেশ কয়েকটি সংস্থার সাথে বৈঠক এবং আলোচনা করেন।

ইউক্রেনের নেতা বলেন, তার বৈঠকের মূল লক্ষ্য ছিল, রাশিয়াকে তার কর্মকাণ্ডের জন্য দায়বদ্ধ করা। তিনি বলেন, "আন্তর্জাতিক অপরাধ আদালত যাতে রাশিয়ান যুদ্ধাপরাধীদের শাস্তি দিতে সফল হয়, তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সবকিছু করছি।"

এদিকে, শুক্রবার ইউক্রেনের জন্য মোট ৪০০ মিলিয়ন ডলারের একটি নতুন সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নতুন এই সামরিক সহায়তার প্যাকেজটি ঘোষণা করেন।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও ১ বিলিয়ন ডলারের কর্মসূচির আওতায় ইউক্রেনে হাজার হাজার শেল সরবরাহের জন্য কাজ করছে।

অন্যদিকে, ন্যায়বিচার ও যুদ্ধাপরাধ বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে, শুক্রবার ইউক্রেনে এক আকস্মিক সফর করেন, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG