অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাসবিরোধী আলোচনার আয়োজন করবে পাকিস্তান


ইসলামাবাদে পররাষ্ট্র দপ্তরের সামনে নিরাপত্তা রক্ষীদের দেখা যাচ্ছে। ২ সেপ্টেম্বর, ২০১৯। ফাইল ছবি।
ইসলামাবাদে পররাষ্ট্র দপ্তরের সামনে নিরাপত্তা রক্ষীদের দেখা যাচ্ছে। ২ সেপ্টেম্বর, ২০১৯। ফাইল ছবি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক, দুই দেশের “সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি” মোকাবেলায় সহযোগিতা সম্পর্কে মুখোমুখি আলোচনার উদ্দেশ্যে সোমবার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দিনের বৈঠকের আয়োজন করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের সন্ত্রাসবিরোধী ভারপ্রাপ্ত সমন্বয়ক ক্রিস্টোফার ল্যান্ডবার্গ আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তঃসংস্থা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।


বিবৃতিতে আরও বলা হয়, “দুইদিনব্যাপী এই সংলাপ উভয় পক্ষকে মত বিনিময় এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নেওয়ার সুযোগ দেবে।“

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের এক ঘোষণায় বলা হয়, ইসলামাবাদের বৈঠকে অংশগ্রহণকারীরা “সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, সহযোগিতার বিষয়ে নীতিভিত্তিক কৌশল তৈরি করবেন।“

২০২১ সালের আগস্টে প্রতিবেশী আফগানিস্তানে তালিবানের দখলের সাথে সাথে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পুনরুত্থানের প্রেক্ষাপটে এই আলোচনা উঠে আসে।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি, যা পাকিস্তানি তালিবান নামে পরিচিত, এই সহিংসতার দায় স্বীকার করে । এই হামলায় দেশজুড়ে শত শত লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ, পাকিস্তানে আফগান তালিবানের মতাদর্শগত শাখা এবং ঘনিষ্ঠ মিত্র টিটিপি আফগানিস্তানের অভয়ারণ্য থেকে সন্ত্রাসবাদের পরিকল্পনা করছে।

গত মাসে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রতিনিধি দল আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করে। সেখানে তারা পাকিস্তানে টিটিপির ক্রমবর্ধমান সন্ত্রাসী অভিযান সম্পর্কে তালিবান নেতাদের কাছে "গুরুতর উদ্বেগ" জানায়।

বৈঠকের পর তালিবানের এক বিবৃতিতে বলা হয়, দ্বিপাক্ষিক আলোচনায় “নিরাপত্তা উদ্বেগ” এবং “সশস্ত্র বিরোধী দলগুলোর কর্মকাণ্ড” সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। টিটিপি সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেনি তারা।

আফগান ভূখণ্ডে আন্তঃদেশীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার তালিবানের আশ্বাসের সাথে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ আফগান কর্তৃপক্ষকে, সন্ত্রাসী গোষ্ঠীগুলির আন্তঃসীমান্ত হামলার পরিকল্পনা থেকে তাদের বিরত রাখার আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ দাবি পুনর্ব্যক্ত করেন।

তালিবানরা বলছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের সবকটিতেই তাদের নিয়ন্ত্রণ রয়েছে এবং অন্য দেশকে হুমকি দিতে কেউই অনুমতি পাবে না।

XS
SM
MD
LG