বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট-এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। রবিবার (৫ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) আরো একজনের মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, “সিএমসিএইচের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন, অক্সিজেন প্লান্ট-এর অপারেটর প্রবেশ লাল শর্মা (৫৫) রাত সাড়ে ১০টায় মারা যান।”
এ ঘটনায় অন্য নিহতরা হলেন; লক্ষ্মীপুরের সালাউদ্দিন(৩৩), নেত্রকোনার রতন নকরেক(৫০), নোয়াখালীর মো. কাদের মিয়া(৫৮); সীতাকুণ্ডের সেলিম রিচিল(৩৯), শামসুল আলম(৬৫) ও ফরিদ(৩২)।
রবিবার সকাল ৭টায় সীতাকুণ্ডের সীমা অক্সিজেন-এ দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত তারা বিস্ফোরণস্থলের ধ্বংসাবশেষে তল্লাশি চালায়। তবে আর কোনো মরদেহ পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার কেশবপুর এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।এতে সাতজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়। ঘটনা তদন্তে চট্টগ্রাম জেলা প্রশাসন সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।