প্রথম বাংলাদেশি বোলার হিসেবে, ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের রেকর্ড করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার (৬ মার্চ) চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এই মাইলফলক অর্জন করেন তিনি। এই ম্যাচে সাকিব ৩৫ রানে চার উইকেট নেন।
বিশ্বের ৬ষ্ঠ ক্রিকেটার হিসেবে সাকিব ৩০০ বা তার বেশি উইকেট শিকারীদের ক্লাবে নাম লেখালেন।ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারী একমাত্র বর্তমান ক্রিকেটার তিনি। ২২৭ ম্যাচ খেলে তিনি এই রেকর্ড করেছেন। এছাড়া, এই অলরাউন্ডার এখন ওয়ানডেতে সর্বাধিক উইকেট সহ সর্বকালের সেরা বোলারদের তালিকায় ১৪ তম স্থানে রয়েছেন।
সাকিবের ওয়ানডেতে অভিষেক হয় ২০০৬ সালে। তখন থেকেই টাইগার টিমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে এ পর্যন্ত সাকিব ৮২ উইকেট নিয়েছেন। এছাড়া, তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে এ পর্যন্ত ৩৭ উইকেট নিয়েছেন।