অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্ত দিয়ে প্রবেশকারি অভিবাসী পরিবারগুলোকে আটক রাখার সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করছে হোয়াইট হাউস


যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী ভেনিজুয়েলার অভিবাসীরা মেক্সিকোর সিউদাদ হুয়ারেজে পাসো দেল নর্তে আন্তর্জাতিক সেতু সীমান্ত ক্রসিং-এ হেঁটে যাচ্ছেন। ৩ ফেব্রুয়ারি, ২০২৩। ফাইল ছবি।
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী ভেনিজুয়েলার অভিবাসীরা মেক্সিকোর সিউদাদ হুয়ারেজে পাসো দেল নর্তে আন্তর্জাতিক সেতু সীমান্ত ক্রসিং-এ হেঁটে যাচ্ছেন। ৩ ফেব্রুয়ারি, ২০২৩। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের চারজন বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পেরিয়ে ধরা পড়া অভিবাসী পরিবারগুলোকে আটকে রাখার ব্যাপারটি পুনরায় বিবেচনা করছে। এমন সিদ্ধান্ত এই প্রথাকে সমাপ্ত করার পদক্ষেপকে বাতিল করবে।

দুজন কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসী পরিবারগুলোকে ফেরত যাবার আদেশ দেয়া হয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারটিও খতিয়ে দেখছে।

বাইডেন প্রশাসন বিকল্পগুলো খুঁজে দেখছে। তারা ১১ মে অভিবাসীদের বাধাদানকারি কোভিড-১৯ বিধিনিষেধ তুলে নেয়ার পরে সীমান্ত ক্রসিংগুলোতে সম্ভাব্য অভিবাসী বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছে।

প্রেসিডেন্ট জো বাইডেন একজন ডেমোক্র্যাট, যিনি ২০২১ সালে ক্ষমতা গ্রহণ করেন। তিনি রিপাবলিকান প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধিকতর কড়া নীতিগুলোকে স্থগিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সীমান্ত গ্রেপ্তার রেকর্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ায় তিনি কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন মুখপাত্র বলেছেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি এবং “প্রশাসন অভিবাসীদের নিরাপদ, সুশৃঙ্খল এবং মানবিক প্রক্রিয়াকরণকে অগ্রাধিকার দিতে থাকবে।”

পরিবার আটকের সম্ভাব্য পুনঃসূচনা নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন করেছে নিউইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন টেক্সাসের দুটি আটক কেন্দ্র ব্যবহার নিয়ে আলোচনা করেছে। সেগুলোতে আগে পরিবারগুলোকে রাখা হতো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে একটি মেমোতে বাইডেন প্রশাসন বলেছিল, তারা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদেরকে আটক রাখার জন্য পারিবারিক আটক কেন্দ্রগুলোকে পুনরুদ্ধার করছে। এই ধরনের আটক বৃদ্ধির জন্য ট্রাম্পের প্রচেষ্টা থেকে এটি একটি বড় পরিবর্তন।

XS
SM
MD
LG