অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের এক শীর্ষ কর্মকর্তা হংকং-কে জাতীয় নিরাপত্তার ঝুঁকি গোড়াতেই নির্মুল করতে বলেছেন


হংকং-এর ওয়ানচাই জেলায় পুলিশ একটি চেকপয়েন্টে পাহারা দিচ্ছে। ৩০ জুন, ২০২২। ফাইল ছবি।
হংকং-এর ওয়ানচাই জেলায় পুলিশ একটি চেকপয়েন্টে পাহারা দিচ্ছে। ৩০ জুন, ২০২২। ফাইল ছবি।

শহরের বেইজিং-নিযুক্ত নেতার মতে একজন শীর্ষ চিনা কর্মকর্তা হংকংকে জাতীয় নিরাপত্তা হুমকি এবং “সমাজে লুকিয়ে থাকা ধ্বংসাত্মক শক্তি” থেকে হংকংকে সতর্ক থাকতে বলেছেন।

চীনের রাজধানীতে রাজনৈতিক বৈঠকের পর হংকং-এ ফিরে এসে প্রধান নির্বাহী জন লি সোমবার গভীর রাতে বলেছেন, হংকং বিষয়ে দায়িত্বে থাকা চীনের শীর্ষ কর্মকর্তা জিয়া বাওলং তাকে জাতীয় নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন।

মানবাধিকার কর্মী এবং গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলোকে বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত করার উদ্দেশ্যে চীন ২০২০ সালে পাস করা একটি কঠোর জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করে থাকে। এই আইনে যাবজ্জীবন কারাদণ্ডের মতো সাজা দেয়ার ব্যবস্থা রয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের নতুন মানবাধিকার প্রধান ভলকার তুর্ক ঐ জাতীয় নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অধিকার গোষ্ঠী এবং পশ্চিমা সরকারগুলো হংকং-এর পূর্ববর্তী শক্তিশালী নাগরিক স্বাধীনতাকে চূর্ণ করার জন্য এই আইনের নিন্দা জানিয়েছে।

লি বলেছেন, নানান সমালোচনা সত্ত্বেও তিনি শি-কে প্রতিশ্রুতি দিয়েছেন যে, তার প্রশাসন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ঝুঁকি ব্যবস্থাপনাকে এগিয়ে নেবে।

স্থানীয় একটি নারী অধিকার গোষ্ঠী শেষ মুহূর্তে একটি বিক্ষোভ বাতিল করার পরপরই লি এই মন্তব্য করেন। পুলিশ সতর্ক করেছে যে, “সহিংস গোষ্ঠী” এই বিক্ষোভে যোগ দিতে চাইতে পারে।

যদি এই বিক্ষোভটি হতো, তাহলে কয়েক মাস ধরে চলমান সরকার বিরোধী বিক্ষোভের পর জাতীয় নিরাপত্তা আইন ২০২০ সালের জুনে কার্যকর হওয়ার পর থেকে এই বিক্ষোভটি পুলিশ কর্তৃক অনুমোদিত প্রথম বৃহৎ নাগরিক অধিকার সমাবেশ হতো।

XS
SM
MD
LG