অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা


কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে একটি ব্লকের হেড মাঝি নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) সকালে কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা উখিয়ার কুতুপালং ২- ইস্টে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সৈয়দ হোসেন সকালে ঘর থেকে বের হন। আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তাঁকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান”।

সৈয়দ হারুন উর রশিদ বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে”।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG