অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকার সংযুক্ত আরব আমিরাত সফর


ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বুধবার আন্তর্জাতিক নারী দিবসে প্রশ্নোত্তর পর্বে তার প্রতিক্রিয়া জানাচ্ছেন। ৮ মার্চ, ২০২৩।
ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বুধবার আন্তর্জাতিক নারী দিবসে প্রশ্নোত্তর পর্বে তার প্রতিক্রিয়া জানাচ্ছেন। ৮ মার্চ, ২০২৩।

ইউক্রেনের ফার্স্ট লেডি বুধবার সংযুক্ত আরব আমিরাত সফর করার সময় তার দেশের জনগণের প্রতি উদাত্ত সমর্থন জানান। এটি এমন একটি দেশ যেটি পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার জন্য উন্মুক্ত রয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসে একটি জণাকীর্ণ বলরুমের সামনে বক্তব্য রাখার সময় ওলেনা জেলেন্সকা এবং বিশ্বের অন্যান্য ফার্স্ট লেডি ও জেন্টলমেনদের ভূমিকাকে একটি প্রকৃত শক্তি হিসেবে অভিহিত করেন। তিনি চলমান যুদ্ধে সাধারণ ইউক্রেনীয়দের কাজের প্রশংসা করেন।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে জেলেন্সকার সফর এমন সময়ে হয় যখন দেশটি মস্কো থেকে বের হওয়ার কয়েকটি সরাসরি রুটের একটি হিসেবে রয়ে গেছে- চাকরি থেকে পালিয়ে আসা লোকজন এবং যারা পশ্চিমা আর্থিক বাজারে প্রবেশাধিকার আছে এমন একটি দেশে তাদের অর্থ নিয়ে যেতে চান, উভয়ের জন্যই।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রক দুবাইয়ের রমরমা রিয়েল এস্টেট বাজারে রুশ অর্থের প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে গত বছর ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ অলিগার্কদের সুপার ইয়টগুলোও বারবার আমিরাতে এসেছে।

তবে সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে ত্রাণ সহায়তা প্রদান করেছে।

জেলেন্সকা মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন এবং দেশটির রাজধানী আবুধাবির কাসর আল-বাহারে শেখ মোহাম্মদের সাথে সাক্ষাৎ করেছেন। সেখানে শেখ মোহাম্মদ জেলেন্সকা ফাউন্দেশনে ৪ লাখ ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। এই অর্থ এতিমখানা নির্মাণের কাজে ব্যবহৃত হবে। আমিরাতের রাষ্ট্রচালিত সংবাদ সংস্থা ডব্লিউএএম এই সংবাদ জানিয়েছে।

জেলেন্সকা বলেছেন, “আমরা এই উদাহরণগুলো দ্বারা অনুপ্রাণিত এবং আমি নিশ্চিত যে এই উদাহরণগুলো চিরকাল আমাদের হৃদয়ে রয়ে যাবে।”

XS
SM
MD
LG