অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ মহাসচিব কিয়েভ সফরকালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা জানালেন


এই হ্যান্ডআউট ছবিটি ২০২৩ সালের ৮ মার্চ ইউক্রেনের প্রেসিডেনশিয়াল প্রেস সার্ভিসের তোলা এবং প্রকাশ করা। এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি (ডানে) কিয়েভে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (বামে)-কে স্বাগত জানাচ্ছেন।
এই হ্যান্ডআউট ছবিটি ২০২৩ সালের ৮ মার্চ ইউক্রেনের প্রেসিডেনশিয়াল প্রেস সার্ভিসের তোলা এবং প্রকাশ করা। এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি (ডানে) কিয়েভে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (বামে)-কে স্বাগত জানাচ্ছেন।

বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে শস্যের চালান বৃদ্ধি এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনার জন্য কিয়েভ পৌঁছেছেন।

তিনি রাশিয়ার সম্মতিতে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় শস্যের চালান অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, গত জুলাই থেকে ইউক্রেনের বন্দর থেকে ২ কোটি ৩০ লাখ টন শস্য রপ্তানি করা হয়েছে। এর বেশিরভাগ অংশই দরিদ্র দেশগুলোতে পাঠানো হয়েছে। কিন্তু নতুন একটি চুক্তি না হলে বিদ্যমান চুক্তির মেয়াদ ১৮ মার্চ শেষ হয়ে যাবে।

গুতেরেস বলেছেন, শস্য রপ্তানি “খাদ্যের বৈশ্বিক মূল্য কমাতে অবদান রেখেছে এবং জনগণকে ব্যাপক স্বস্তি দিয়েছে, যারা এই যুদ্ধের জন্য বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে উচ্চ মূল্য পরিশোধ করছে। প্রকৃতপক্ষে খাদ্য এবং কৃষি সংস্থার খাদ্য মূল্য গত বছর প্রায় ২০ শতাংশ কমেছে।”

গুতেরেস ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশেপাশের অঞ্চলের “সম্পূর্ণ নিরস্ত্রীকরণ”-এর আহ্বান জানিয়েছেন। সেখানে কাছাকাছি এলাকায় লড়াইয়ের কারণে পর্যায়ক্রমে প্ল্যান্টটি বন্ধ হয়ে গেছে এবং একটি বিপর্যয়কর পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

কয়েক মাস ধরে এই অঞ্চলে যুদ্ধ সমাপ্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু গুতেরেস বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি যেন স্বাভাবিক ক্রিয়াকলাপে ফিরে আসতে পারে সেজন্য এটির কাছাকাছি এলাকার নিরাপত্তা এবং সুরক্ষা অত্যাবশ্যক।

XS
SM
MD
LG