অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউসে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড দেয়া হলো


পোলিশ সাংবাদিক বিয়াঙ্কা জালেভস্কা (বামে), ইউক্রেনীয় ডাক্তার ইউলিয়া পাইয়েভস্কা (মাঝে) এবং মালয়েশিয়ার সিনেটর দাতুক রাস আদিবা রাডজি হোয়াইট হাউসে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন হাত ধরে আছেন। ৮ মার্চ, ২০২৩।
পোলিশ সাংবাদিক বিয়াঙ্কা জালেভস্কা (বামে), ইউক্রেনীয় ডাক্তার ইউলিয়া পাইয়েভস্কা (মাঝে) এবং মালয়েশিয়ার সিনেটর দাতুক রাস আদিবা রাডজি হোয়াইট হাউসে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলাকালীন হাত ধরে আছেন। ৮ মার্চ, ২০২৩।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন এই বছরের ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ পুরস্কার প্রাপ্তদেরকে সবচেয়ে বড় মঞ্চে আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। তাই তিনি বুধবার আন্তর্জাতিক নারী দিবসে এই পুরস্কারে সম্মানিত ১১ ব্যক্তিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

এই বছর প্রথমবারের মতো পুরস্কারটি একটি দলকেও সম্মানিত করেছে। ইরানের নারী এবং বালিকা বিক্ষোভকারীদের ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডের উদ্বোধনী প্রাপক হিসেবে নির্বাচন করা হয়। ২২ বছর বয়সী মাহসা আমিনি সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মারা যাওয়ার পরে অগণিত নারী এবং বালিকা দেশের ৩১টি প্রদেশ জুড়ে বিক্ষোভের নেতৃত্ব দেয়। মাহসা আমিনি ঠিকভাবে স্কার্ফ না পরায় নৈতিকতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

অন্য ১১ জনের মধ্যে রয়েছে সাংবাদিক, কর্মী, শিক্ষাবিদ, আইনজীবী এবং ব্রিগেডিয়ার জেনারেল- ন্যায়বিচার এবং সমতা চাইতে গিয়ে তারা বরখাস্ত, হুমকি, গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার হয়েছেন।

আফগানিস্তানের ডাঃ জাকিরা হেকমতকে তার দেশের কট্টরপন্থী শাসকদের বিরুদ্ধে গিয়ে গোপনে হাই স্কুলে পড়তে হয়েছিল। বর্তমানে তিনি একজন ডাক্তার; তিনি উদ্বাস্তুদের নিয়ে কাজ করেন। তিনি এখন তুরস্কে থাকেন।

ব্রিগেডিয়ার জেনারেল বোলর গানবোল্ড তার সামরিক বাহিনীর সর্বোচ্চ বাঁধা অতিক্রম করে উড়ে এসেছিলেন, মঙ্গোলিয়ার প্রথম নারী জেনারেল হয়েছিলেন এবং সেই দেশের প্রথম নারী স্টাফ অফিসার যিনি জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে নিযুক্ত হন।

অধ্যাপক ড্যানিয়েল ডারলান যখন তার দেশে সেন্টারল আফ্রিকান রিবাপলিকের প্রেসিডেন্টের শাসনকাল বৃদ্ধির উদ্দেশ্যে সংবিধানে পরিবর্তনের অনুমতি দিতে অস্বীকার করেছিলেন তখন তার দেশের সর্বোচ্চ আদালত থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এই ঘটনা এবং তার অন্যান্য কার্যক্রমের ফলে তাকে “লৌহমানবী” নামে আখ্যায়িত করা হয়।

XS
SM
MD
LG