অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতির একাধিক অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন গ্রেফতার


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ৯মার্চ মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কাছে বিবৃতি দিতে যান
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ৯মার্চ মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কাছে বিবৃতি দিতে যান

মালয়েশিয়ার দুর্নীতি দমন সংস্থা দেশটির সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, সরকারের একটি অর্থনৈতিক পুনরুদ্ধার প্রকল্প নিয়ে মুহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মুহিউদ্দিন ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে ঐ সময় ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচার করার অভিযোগ আনা হবে।

গত নভেম্বরে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে পরাজিত হওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী ও তার দল দুর্নীতির তদন্তের মুখোমুখি হয়েছে।

আনোয়ার গত বছর কোভিড-১৯ ত্রাণ কর্মসূচিসহ মুহিউদ্দিনের অনুমোদিত কয়েক বিলিয়ন ডলারের সরকারি প্রকল্প যথাযথ পদ্ধতি অনুসরণ না করার অভিযোগ তুলে তা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।

মুহিউদ্দিন এর আগে ঐসব অভিযোগ অস্বীকার করে তাকে রাজনৈতিক প্রতিহিংসা প্রণোদিত বলে বর্ণনা করেছিলেন।

XS
SM
MD
LG