নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে ১৮ মার্চ বাংলাদেশের সব মহানগরে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। শনিবার (১১ মার্চ) ঢাকাসহ দেশের সব জেলা শহর ও ১৩টি বিভাগীয় ও বড় শহরে মানববন্ধন কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের জ্যেষ্ঠ নেতারা রাজধানীর বিভিন্ন এলাকা, অন্যান্য শহর ও জেলায় মানববন্ধনে নেতৃত্ব দেন এবং অভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও পিপলস পার্টি, পেশাজীবী গণতান্ত্রিক জোট পৃথকভাবে ১৮ মার্চ অভিন্ন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে।