অ্যাকসেসিবিলিটি লিংক

দশ দফা দাবি: ১৮ মার্চ সব মহানগরে সমাবেশ করবে বিএনপি


একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী সাধারণ নির্বাচনের আয়োজনসহ ১০-দফা দাবিতে ঢাকায় একটি বিক্ষোভ মিছিলে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীরা। ৩১ জানুয়ারী, ২০২৩। (ফাইল ছবি)
একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী সাধারণ নির্বাচনের আয়োজনসহ ১০-দফা দাবিতে ঢাকায় একটি বিক্ষোভ মিছিলে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীরা। ৩১ জানুয়ারী, ২০২৩। (ফাইল ছবি)

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ১০ দফা দাবিতে ১৮ মার্চ বাংলাদেশের সব মহানগরে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। শনিবার (১১ মার্চ) ঢাকাসহ দেশের সব জেলা শহর ও ১৩টি বিভাগীয় ও বড় শহরে মানববন্ধন কর্মসূচি থেকে যুগপৎ আন্দোলনের এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোটের জ্যেষ্ঠ নেতারা রাজধানীর বিভিন্ন এলাকা, অন্যান্য শহর ও জেলায় মানববন্ধনে নেতৃত্ব দেন এবং অভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও পিপলস পার্টি, পেশাজীবী গণতান্ত্রিক জোট পৃথকভাবে ১৮ মার্চ অভিন্ন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে।

XS
SM
MD
LG