বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, “একটি তথাকথিত বিরোধী দল মিথ্যা প্রচার করে জাতির সাফল্যকে ক্ষুণ্ন করতে চায়, কিন্তু তারা সফল হবে না।” শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে এক সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ-এর ময়মনসিংহ জেলা শাখা ও নগর শাখা এ সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া উচিত নয়। দুর্ভাগ্যবশত, আমাদের একটি তথাকথিত বিরোধী দল রয়েছে, যারা মিথ্যা প্রচার করে এই স্বাধীনতার সাফল্যকে নষ্ট করতে চায়। তারা সফল হবে না, ইনশাআল্লাহ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে সদ্য সমাপ্ত ৭৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে স্বাধীন করেছিলেন। তাই এদেশের মানুষের ভাগ্য আমাদেরই গড়তে হবে। দারিদ্র্যের কবল থেকে তাদের মুক্ত করতে হবে, গৃহহীনদের ঘর দিতে হবে, তাদের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করতে হবে, তাদের উন্নত জীবন দিতে হবে এবং প্রতিটি বাড়িতে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হওয়ায় যে কেউ দূরে বসেও কথা বলতে ও রাজনীতি করতে পারছে।” তিনি উল্লেখ করেন যে তার সরকার বিদ্যুৎ উৎপাদন ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমাদের এই অর্জন বজায় রাখতে হবে। এই সাফল্য ধরে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।” স্মার্ট বাংলাদেশের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের মানুষ, অর্থনীতি, কৃষি ও স্বাস্থ্য ব্যবস্থা হবে স্মার্ট। বাংলাদেশের প্রতিটি মানুষ তৃণমূল পর্যায়ে থেকেও উন্নত জীবন পাবে। প্রতিটি গ্রামবাসী শহুরে সুবিধা পাবে।”